ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় যুব মোর্চার উদ্যোগে ‘স্বচ্ছ ভারত’ অভিযান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
ত্রিপুরায় যুব মোর্চার উদ্যোগে ‘স্বচ্ছ ভারত’ অভিযান  ‘স্বচ্ছ ভারত’ অভিযানে সুনীল দেওধর। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় বিজেপির যুব মোর্চার উদ্যোগে ‘স্বচ্ছ ভারত’ অভিযান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কুঞ্জবন এলাকার প্রদেশ মহাত্মা গান্ধী মূর্তির সামনে এ অভিযান শুরু হয়।  

এদিন অভিযানে অংশ নিয়েছেন রাজ্যে বিজেপির সাধারণ সম্পাদক সুনীল দেওধর, ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায়সহ তরুণ-তরুণীরা।


 
অভিযান শেষে সুনীল দেওধর সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে স্বচ্ছতা (পরিষ্কার-পরিছন্ন) অভিযানে গতি এসেছে। গত সাড়ে চার বছরে দেশে সাড়ে চার লাখ নতুন শৌচালয় নির্মাণ করা হয়েছে। দেশ এখন স্বচ্ছতার দিকে এগুচ্ছে।  

যুবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেনো প্রতিদিন কম করে এক ঘণ্টা স্বচ্ছতা অভিযানে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।