ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় প্রযুক্তি বিষয়ক সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
আগরতলায় প্রযুক্তি বিষয়ক সভা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্য ভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের শিক্ষা দফতরের মন্ত্রী রতন লাল নাথ।

ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরের অন্তর্গত স্টেট কাউন্সিল অব অ্যাডুকেশন রিচার্জ অ্যান্ড টেকনোলজি শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের পরিচালক উত্তম কুমার চাকমা, বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের পরিচালক সলীল দাস, এন আই টি আগরতলা শাখার কম্পিউটার সায়েন্স শাখার অধ্যাপক সুমন দেব প্রমুখ।

এতে রাজধানী আগরতলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাও অংশ নেয়।

শিল্প বিপ্লবের চতুর্থ পর্যায়ে আমরা প্রস্তুত কি না? এ বিষয়ের উপর ছাত্র-ছাত্রীরা নিজেদের মতামত ব্যক্ত করেন। ছাত্র-ছাত্রীদের মতামত শুনে মন্ত্রী খুশি হয়ে বলেন, ত্রিপুরা একদিন ভারতের মধ্যে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।