ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

এবার প্রস্তুতি লক্ষ্মীপূজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এবার প্রস্তুতি লক্ষ্মীপূজার লক্ষ্মী প্রতিমা নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী, ছবি: বাংলানিউজ

আগরতলা: দুর্গাপূজা শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে লক্ষ্মীপূজার প্রস্তুতি। সময়ও আর বেশি নেই। আসছে বুধবারই (২৪ অক্টোবর) এ উৎসব।

শনিবার (২০ অক্টোবর) বিকেলে আগরতলায় বিভিন্ন আকারের লক্ষ্মী দেবী নিয়ে আসতে দেখা গেছে ব্যবসায়ীদের।

এ নিয়ে রাজধানীর বটতলা বাজার এলাকার ব্যবসায়ী বিমল দাস বাংলানিউজকে বলেন, তিনি এই প্রতিমাগুলো সিপাহীজলা জেলার মেলাঘর এলাকা থেকে নিয়ে এসেছেন।

তিনি আরও বলেন, মেলাঘর লক্ষ্মী প্রতিমার জন্য বিখ্যাত। ক্রেতারা বাজারে এসে মেলাঘরের প্রতিমার খোঁজ করেন। তাই তিনিসহ রাজধানীর অসংখ্য ব্যবসায়ী মেলাঘর থেকে লক্ষ্মী প্রতিমা এনে বিক্রি করেন। তবে আগরতলার শিল্পীরাও লক্ষ্মী প্রতিমা তৈরি করে বিক্রি করেন।

চলতি বছর লক্ষ্মী প্রতিমার দাম নিয়ে বিমল বলেন, আমি বিভিন্ন আকারের প্রতিমা নিয়ে এসেছি। ২০০ রুপি থেকে সর্বোচ্চ ৫০০ রুপি পর্যন্ত দামে প্রতিমা বিক্রি করার পরিকল্পনা আছে। তবে সবকিছু নির্ভর করছে বাজারে প্রতিমার আমদানির ওপর। কারণ প্রায় সব ঘরেই লক্ষ্মীপূজা হয়। হিন্দু শাস্ত্রমতে, সম্পদের দেবী তিনি। তাই বাজারে প্রচুর প্রতিমা আসে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ২০ অক্টোবর, ২০১৮
এসসিএন/এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।