ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
ত্রিপুরায় প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারত সরকারের দুর্নীতি ও প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের পদত্যাগের দাবিতে ভারত জুড়ে আগামী ২৬-২৭ অক্টোবর কর্মসূচি ঘোষণা করেছে বামফ্রন্ট সমর্থিত সংগঠন একতা মঞ্চ। 

শনিবার (২৭ অক্টোবর) দুপুরে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত বিলোনিয়ায় একতা মঞ্চের বিক্ষোভ কর্মসূচিতে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।

বিক্ষোভ কর্মসূচিতে ভারতের কমিউনিস্ট পার্টির সিপিআই (এম) দলের বিলোনীয়া মহকুমা কমিটির সম্পাদক তপস দত্ত অভিযোগ করেন পুলিশের সামনে মিছিল চলাকালে ক্ষমতাসীন বিজেপির একাংশে সন্ত্রাসীরা হামলা করেছে।

এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।