ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় ৩ লাখ রুপির নিষিদ্ধ শব্দবাজি জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
আগরতলায় ৩ লাখ রুপির নিষিদ্ধ শব্দবাজি জব্দ জব্দ করা শব্দবাজি-ছবি-বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আলোর উৎসব দীপাবলির আগের দিন ত্রিপুরার রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি জব্দ করেছে প্রশাসন। 

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে সদর মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ত্রিপুরা সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ টিম রাজধানীর জিবি বাজার এবং মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি জব্দ করে।  

সদর মহকুমার সহকারী মহকুমা শাসক বিজয় কুমার সিনহা জানান, শব্দবাজির উপর নিষেধ থাকলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আঁতশবাজির মধ্যে লুকিয়ে বিক্রি করছিলেন।

বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে এই বাজিগুলি জব্দ করা হয় এবং এগুলি সদর মহকুমা শাসকের অফিসে নিয়ে আসা হয়। পরে পানিতে ভিজিয়ে বাজিগুলিকে নষ্ট করা হয়।
 
তিনি আরও জানান, জব্দ করা নিষিদ্ধ শব্দবাজির মূল্য ৩ লাখ রুপির বেশি হবে।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।