ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় চলছে উত্তর-পূর্ব ভারত যুব উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
আগরতলায় চলছে উত্তর-পূর্ব ভারত যুব উৎসব আগরতলায় চলছে উত্তর-পূর্ব ভারত যুব উৎসব

আগরতলা (ত্রিপুরা): আগরতলার শিশু উদ্যানে শুরু হলো ষষ্ঠ উত্তর-পূর্ব ভারত যুব উৎসব-২০১৮। উৎসব চলবে রোববার (১৮ নভেম্বর) পর্যন্ত।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  

এ সময় উপস্থিত ছিলেন- উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, যুব ও ক্রীড়া দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, শিক্ষা দফতরের মন্ত্রী রতন লাল নাথ, বন দফতরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়াসহ ত্রিপুরা এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্য কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতের মোট জনসংখ্যার ৬৫ শতাংশ যুবক। যুবকরা দেশের সবচেয়ে বড় শক্তি। যে দেশে যত বেশি যুবক, সেই দেশ দ্রুত উন্নতি করতে পারে। তাদের উন্নয়নকে কেউ আটকে রাখতে পারবে না।  

উৎসব অনুষ্ঠানে মার্শাল আর্ট প্রদর্শনী, অ্যাডভেঞ্চার স্পোর্টস, খাদ্য উৎসবসহ ভারতের ২৮টি রাজ্যের চিরাচরিত খাদ্যের স্টল খোলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।