ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সিপিআইএম কার্যালয় ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
ত্রিপুরায় সিপিআইএম কার্যালয় ভাঙচুর .

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার ডুকলি এলাকায় কমিউনিস্ট পার্টি-মাকর্সবাদীর (সিপিআই-এম) কার্যালয়ে বৈঠক চলাকালে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা কার্যালয়ের সামনে থাকা নেতাকর্মীদের দুটি গাড়ি এবং ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে।

বুধবার (২১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এলে  দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পবিত্র কর বাংলানিউজকে বলেন, দলীয় কার্যালয়ে কর্মীদের সভা চলাকালে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এ সময় দলীয় কার্যালয়ের গেট বন্ধ থাকায় দুর্বৃত্তরা পাথর ও মদের বোতল ছুড়ে দরজা-জানালার কাঁচ ও নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করে।  

পবিত্র কর অভিযোগ করেন বিজেপির সন্ত্রাসীরা এ হামলার সঙ্গে জড়িত। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।