ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় শুরু হলো আন্তর্জাতিক টুরিস্ট মার্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
আগরতলায় শুরু হলো আন্তর্জাতিক টুরিস্ট মার্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলায় শুরু হয়েছে ৭ম আন্তর্জাতিক টুরিস্ট মার্ট।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গোর্খাবস্তি এলাকার প্রজ্ঞা ভবনের সামনে এর উদ্বোধন হয়।

এতে উপস্থিত ছিলেন- ভারতের পর্যটনমন্ত্রী কেজে আলফাঞ্জ, ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ড. কাপ্তান সিং সোলাঙ্কি, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, পর্যটন দফতরের মন্ত্রী প্রাণজীৎ সিংহরায় প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা পর্বের শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন রাজ্যের পর্যটন দফতরের তথ্যের স্টলের উদ্বোধন করেন।

সব শেষে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে আগত শিল্পীরা তাদের চিরাচরিত নৃত্য পরিবেশন করেন।

ভিন দেশ থেকে ৫৩ জন প্রতিনিধি এসেছেন এই উৎসবে। আর ২৪ নভেম্বর উৎসবটি শেষ হবে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসসিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।