ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা ডেইরি খাতে বিনিয়োগ করতে আগ্রহী আমুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
ত্রিপুরা ডেইরি খাতে বিনিয়োগ করতে আগ্রহী আমুল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও অন্যান্যরা।

আগরতলা (ত্রিপুরা): ডেইরি বা দুগ্ধ শিল্পখাতে একসঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে ভারতের সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদক কোম্পানি আমুল। ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ দফতরের সঙ্গে আমুল যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে। 

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।  

তিনি বলেন, এ নিয়ে বুধবার (০৫ ডিসেম্বর) মহাকরণে ত্রিপুরা সরকার এবং আমুলের কর্মকর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ বৈঠকে আমি নিজেও উপস্থিত ছিলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতে দুধের ঘাটতি রয়েছে। রাজ্যে দুধের ঘাটতি কী করে কমানো যায় এবং ডেইরি শিল্পের মাধ্যমে কী করে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এর জন্য আমুল ও ত্রিপুরা সরকার নানা কর্মসূচি হাতে নিচ্ছে। এর প্রাথমিক পর্যায় হিসেবে ত্রিপুরা সরকার ৫ হাজার পরিবারকে দুটি করে মোট ১০ হাজার গরু দেবে।

এক জরিপে দেখা গেছে, ডেইরি শিল্পের মাধ্যমে রাজ্যে বছরে ১১০০ কোটি রুপির ব্যবসার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
এসসিএন/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।