ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

লোকসভা ভোট: ত্রিপুরার ২ আসনে আইপিএফটির প্রার্থী ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
লোকসভা ভোট: ত্রিপুরার ২ আসনে আইপিএফটির প্রার্থী ঘোষণা

আগরতলা (ত্রিপুরা): কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচন। যদিও এখনো জাতীয় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি। তবে সেজন্য রাজনৈতিক দলগুলো বসে নেই। নির্বাচনকে সামনে রেখে তৎপরতা শুরু করে দিয়েছে জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলো। 

ত্রিপুরা রাজ্যের দু’টি লোকসভা আসনের জন্য সোমবার (৭ জানুয়ারি) প্রার্থী ঘোষণা করে ফেললো রাজ্যের জনজাতিভিত্তিক রাজনৈতিক দল ইন্ডিজেনাস পিপলস্ ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি-তিপ্রাহা)।

সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে দলের সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা ঘোষণা দেন, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী হিসেবে লড়বেন দলের সভাপতি অঘোর দেববর্মা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী হবেন তিনি (বিনয়) নিজে।

 

এছাড়া, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাদের দল অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না বলেও জানান আইপিএফটি সাধারণ সম্পাদক।  

সংবাদ সম্মেলনে বিনয় দেববর্মার পাশাপাশি অঘোর দেববর্মাসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এসসিএন/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।