ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে অষ্টম কথক ম্যারাথন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে অষ্টম কথক ম্যারাথন নৃত্যশিল্পী পূজা দেবনাথ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে অষ্টম কথক ম্যারাথন।

রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাজ্যের শিশু নৃত্যশিল্পী নবরুপ ভট্টাচার্য্যের নাচের মধ্য দিয়ে এ ম্যারাথনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ত্রিপুরার এ ম্যারাথনের আয়োজন করে সাংস্কৃতিক সংস্থা মঞ্জী।

ম্যারাথনে ত্রিপুরার ৫০০ জন শিল্পী এতে অংশ নেবেন। এছাড়াও এতে অংশ নেবেন ভারতের আসাম কলকাতা, শিলাগুড়ি, মুম্বাই, দিল্লি ও বাংলাদেশের শিল্পীরা।

কথক ম্যারাথনের পরিচালক চিন্ময় দাস বাংলানিউজকে জানান, কথককে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ম্যারাথনে এক সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।