ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় নারী অধিকার প্রতিষ্ঠার দাবিতে গণ অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
ত্রিপুরায় নারী অধিকার প্রতিষ্ঠার দাবিতে গণ অবস্থান .

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় কাজ ও খাদ্যে এবং নারী অধিকার প্রতিষ্ঠার দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির নেতাকর্মীরা।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাজ্যের পশ্চিম জেলার ডুকলী এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করছে তারা।

গণতান্ত্রিক নারী সমিতির দাবি গুলো হলো- সামাজিক ভাতা বন্ধ না করা, ত্রিপুরার নারী নির্যাতন বন্ধ করে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা, রাজ্যের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে একাংশ সমাজদ্রোহী তা বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

গণ অবস্থান কর্মসূচিতে রাজ্যের পশ্চিম জেলার বিভিন্ন এলাকা নারীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।