ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় গ্রেফতার নাজিরকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
ত্রিপুরায় গ্রেফতার নাজিরকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ ত্রিপুরা পুলিশের হাতে গ্রেফতার নাজির শেখ, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গ্রেফতার নাজির শেখকে জিজ্ঞাসাবাদ করছে ভারতের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) একটি বিশেষ দল।

জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে আগরতলার এডি নগর থানায় আসে এনআইএ’র সাত সদস্যের প্রতিনিধি দল। ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শক (এসআই) কৃপাজী গোস্বামী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এর আগে বুধবার (৬ মার্চ) বিকেলে নাজিরকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

মঙ্গলবার (৫ মার্চ) রাতে নাজির শেখকে গ্রেফতার করা হয়। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হলেও জেএমবির সঙ্গে তার সম্পৃক্ততা আছে বলে সন্দেহ করছেন কর্মকর্তারা।

** ত্রিপুরায় গ্রেফতার নাজির ১২ দিনের রিমান্ডে

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।