ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

এ বছর হোলি উৎসবে সামিল হচ্ছেন না মুখ্যমন্ত্রী বিপ্লব 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এ বছর হোলি উৎসবে সামিল হচ্ছেন না মুখ্যমন্ত্রী বিপ্লব  ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ফাইল ফটো

আগরতলা (ত্রিপুরা): বৃহস্পতিবার (২১ মার্চ) রঙের উৎসব হোলি। বিশ্বজুড়ে এদিন এই উৎসবে সামিল হচ্ছেন কোটি মানুষ। তবে এবার এই উৎসবে যোগ দিচ্ছেন না ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলওয়ামাতে সন্ত্রাসবাদী হামলায় শহীদ জওয়ানদের প্রতি নিজের শ্রদ্ধাঞ্জলি আর সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবছর রঙের উৎসব হোলি উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন।  

হোলীর দিন তিনি অন্যান্য দিনের মতো নিজের সরকারি কাজ কর্ম চালিয়ে যাবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তবে তিনি রাজ্যবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, এই উৎসব মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি ও আনন্দের বার্তা নিয়ে আসুক। প্রকৃতির অপরূপ রঙ্গের বর্ণময় হয়ে উঠুক আমাদের প্রতিদিনের জীবন এবং সংস্কৃতি।  

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসসিএন/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।