ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মোদীর জনসভাস্থল ঘুরে দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
মোদীর জনসভাস্থল ঘুরে দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মোদীর জনসভাস্থল ঘুরে দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারতের লোকসভা নির্বাচনী জনসভা করতে ৭ এপ্রিল (রোববার) ত্রিপুরায় সফরে আসছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যে গোমতী জেলার উদয়পুরে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

এইদিন তিনি প্লেনে আগরতলা বিমানবন্দরে নামবেন ও সেখান থেকে হেলিকপ্টারে করে উদয়পুর যাবেন। তার জনসভাস্থল হিসেবে উদয়পুর বালিকা বিদ্যালয়ের মাঠকে বেছে নেওয়া হয়েছে।


 
রোববার (৩১ মার্চ) উদয়পুর বালিকা বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, ত্রিপুরা সরকারের কৃষি দফতরের মন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, টিঙ্কু রায়সহ অন্যান্যরা।

প্রধানমন্ত্রীর জনসভায় লাখেও বেশি লোকের সমাগম হবে বলেও জানান বিপ্লব কুমার দেব।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।