ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

এশিয়ান স্কুল দাবায় ত্রিপুরার মেয়ের স্বর্ণ জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
এশিয়ান স্কুল দাবায় ত্রিপুরার মেয়ের স্বর্ণ জয় আর্সিয়া দাস, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): উজবেকিস্তানে আয়োজিত চতুর্থ এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়ানশিপে স্বর্ণসহ দু’টি পদক জিতেছে ত্রিপুরা রাজ্যের খুদে দাবাড়ু আর্সিয়া দাস (৯)।

শুক্রবার (২৮ জুন) সকালে আর্সিয়ার বাবা পূর্ণেন্দু দাস বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি জানান, গত ২০ জুন থেকে উজবেকিস্তানে চতুর্থ এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়ানশিপ শুরু হয়।

বৃহস্পতিবার (২৮ জুন) ক্লাসিক্যাল টুর্নামেন্টের নবম রাউন্ডে উজবেকিস্তানের দাবাড়ুকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে আর্সিয়া। রাতে ব্লিটজ টুর্নামেন্টের সাত রাউন্ডে ৫ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জিতেছে আর্সিয়া।

তিনি আরও জানান, আর্সিয়ার সঙ্গে উজবেকিস্তানে তার মা ও কোচ রয়েছেন। তারা বাবা ভারতের রাষ্ট্রায়ত্ব টেলি সেবা প্রদানকারী সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) ইঞ্জিনিয়ার। তাই তিনি যেতে পারেননি। তার এ সাফল্যে রাজ্যজুড়ে খুশির হাওয়া বইছে।

এরই মধ্যে টুইটারে আর্সিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেইসঙ্গে তার সাফল্য কামনা করেছেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।