ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীকে লিখিত দেবে বামরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীকে লিখিত দেবে বামরা

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান, রাজ্য সরকারের সমস্ত শূন্যপদে নিয়োগসহ মোট ছয় দফা দাবিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ডেপুটেশন বা লিখিত দেবে বামফ্রন্ট সমর্থিত দুই যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় দুই সংগঠনের রাজ্য কমিটির অফিস ছাত্র-যুব ভবনে এক সংবাদ সম্মেলন ডেকে এ কথা জানান ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক নবারুণ দেব।

তিনি জানান, আগামী ৮ আগস্ট (বৃহস্পতিবার) রাজ্যের আট জেলা শাসকের কাছে দুই সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী বরাবর ডেপুটেশন দেবেন।


 
নবারুণ দেব বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার আগে বলেছিল যে, সরকারের বিভিন্ন দফতরে ৫০ হাজার শূন্যপদ রয়েছে। একথা তারা তাদের ভিশন ডকুমেন্টেও উল্লেখ করেছিল। এখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, দ্রুত শূন্যপদে নিয়োগ করুক।

টেট-১ এবং টেট-২-এ উত্তীর্ণ ৭৯১ জন, STGT, STPGT’র শিক্ষক পদপ্রার্থীর ফলাফল প্রকাশ করে তাদের সবাইকে দ্রুত নিয়োগ করা, ১ হাজার ৩২৩ শিক্ষকের চাকরি স্থায়ী করাসহ ৬ দফা দাবি সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট, ২০১৯
এসসিএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।