ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় জনজাতিভিত্তিক নতুন দল গঠনের উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
ত্রিপুরায় জনজাতিভিত্তিক নতুন দল গঠনের উদ্যোগ অনন্ত দেববর্মা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে জনজাতিভিত্তিক আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে চলছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান কংগ্রেস দলের সাবেক নেতা অনন্ত দেববর্মা।

দেববর্মা জানান, নতুন দল গঠনের জন্য এখন চূড়ান্ত পর্বের আলোচনা চলছে।

এ দলের উপদেষ্টা হিসেবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি, ত্রিপুরা রাজ্যের জনজাতির মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের দায়িত্বে থাকার কথা।

অনন্ত দেববর্মা আরও জানান, তাদের দলের মূল দাবি থাকবে ত্রিপুরা রাজ্যে এনআরসি চালু করা এবং জনজাতিদের জন্য গঠিত ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের হাতে আরও ক্ষমতা দেওয়া। দলের নাম চূড়ান্ত না হলেও সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পশ্চিম ত্রিপুরার খুমলুংয়ে জনসভার মাধ্যমে নতুন এ দলের ঘোষণা দেওয়া হতে পারে।

এখন নতুন দল গঠনের জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় নেতাদের নিয়ে নানা বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানান দেববর্মা।

এর আগে এনআরসিকে কেন্দ্র করে নিখিল ভারত কংগ্রেস কমিটির সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের মতপার্থক্য দেখা দেয়। ফলে তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। তার সঙ্গে প্রায় সব জনজাতি কংগ্রেস নেতারা দল ছেড়ে প্রদ্যুৎ কিশোরকে সমর্থন জানান। এ নেতারা মিলেই নিচ্ছেন নতুন দল গঠনের প্রস্তুতি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসসিএন/এবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।