ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ছেলের জন্মদিনে বাইকচালকদের হেলমেট উপহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
ছেলের জন্মদিনে বাইকচালকদের হেলমেট উপহার

আগরতলা (ত্রিপুরা): নিজের ছেলের জন্মদিনে সড়ক সুরক্ষার বিষয়ে সচেতন করার লক্ষ্যে হেলমেটবিহীন মোটরবাইক চালকদের হেলমেট উপহার দিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সুদীপ রায় বর্মণ। 

রোববার (১৭ নভেম্বর) ছেলে কুবের রায় বর্মণের ১৫ তম জন্মদিন একটু অন্যভাবে উদযাপন করেন আগরতলা ছয় আসনের এ বিধায়ক।  

এদিন দুপুরে আগরতলার বিভিন্ন এলাকায় হেলমেটবিহীন মোটরচালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন তিনি।

ছেলে কুবেরসহ ত্রিপুরা রাজ্যসভার এ বিধায়ক নিজহাতে হেলমেটবিহীন চালকদের হেলমেট পরিয়ে দেন এবং মোটরবাইক চালাতে সবসময় হেলমেট পরতে তাদের অনুরোধ করেন। পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করার জন্য বাইকচালকদের আহ্বান জানান তিনি।

হেলমেট দেওয়ার এ উদ্যোগের বিষয়ে সুদীপ রায় বর্মণ জানান, যখনই ছেলে কোনো সংবাদপত্র বা টিভি চ্যানেলে মোটরবাইক দুর্ঘটনার খবর দেখেন, তখনই সে আফসোস করে হেলমেট পরে মোটরবাইক চালালে দুর্ঘটনায় হয়তো প্রাণহানি হতো না। ছেলের এ ভাবনা থেকেই তার এ উদ্যোগ।

এদিকে কুবের রায় বর্মণ জানান, রাজ্যের প্রতিটি মানুষ যেনো মোটরবাইক চালাতে হেলমেট ব্যবহার করেন। যদি কেউ ব্যবহার না করেন, তবে সরকার যেনো আইন অনুসারে পদক্ষেপ নেয়।  

বাংলাদেশ সময় : ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এসসিএন/এবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।