ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের দাওয়াত পেলেন বিপ্লব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের দাওয়াত পেলেন বিপ্লব

আগরতলা (ত্রিপুরা): ২০২০ সালের মার্চে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী অনুষ্ঠানের সূচনা হবে। ওই অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন গুণীজন, রাজনৈতিক ব্যক্তিত্বসহ খ্যাতনামাদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

ওই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বিপ্লব দেবের হাতে দাওয়াত কার্ড তুলে দেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা।

 

এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব মো. আসাদুজ্জামান।

কিরীটি চাকমা বাংলানিউজকে বলেন, মুখ্যমন্ত্রী সাদরে আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। আমরা আশা করছি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও উপস্থিত থাকবেন। আর এর মধ্যদিয়ে উভয় দেশের মৈত্রীর সম্পর্ক আরও এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসসিএন/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।