ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বাংলাদেশে পাচারকালে ত্রিপুরায় ইয়াবার সবচেয়ে বড় চালান জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
বাংলাদেশে পাচারকালে ত্রিপুরায় ইয়াবার সবচেয়ে বড় চালান জব্দ ত্রিপুরায় জব্দ বিপুল পরিমাণ ইয়াবা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশ পাচারের জন্য রাখা ১ লাখ ৬৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১২০ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিপাহীজলা জেলার অন্তর্গত মতিনগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। শুক্রবার (৩ জানুয়ারি) বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) এ কে যাদব সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রায়েরমুড়া বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার পাশে থাকা একটি ঘর থেকে ১ লাখ ৬৫ হাজার ৫০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এগুলোর বাজারমূল্য আনুমানিক ৮ কোটি ৫২ লাখ রুপি। এটিই এখন পর্যন্ত ত্রিপুরায় জব্দ নেশাদ্রব্যের সবচেয়ে বড় চালান।

এ কে যাদব জানান, এ ঘটনায় জড়িত মাদকপাচারকারীদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের দ্রুত খুঁজে বের করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসসিএন/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।