ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ইসরোর প্রদর্শনী ভ্যান দেখতে ছাত্র-ছাত্রীদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
ত্রিপুরায় ইসরোর প্রদর্শনী ভ্যান দেখতে ছাত্র-ছাত্রীদের ভিড়

আগরতলা (ত্রিপুরা): ৪৭তম ত্রিপুরা রাজ্যভিত্তিক বিজ্ঞান মেলা ও প্রদর্শনী উপলক্ষে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) শিলংস্থিত নর্থ-ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার একটি শিক্ষামূলক প্রদর্শনী ভ্যান পাটিয়েছে। এ গাড়িতে ভারতের মহাকাশ গবেষণার শুরু থেকে শেষ পর্যন্ত কাজের বিবরণ রয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) নর্থ-ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের অধিকর্তা পি এল এন রাজু বাংলানিউজকে জানান, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের যন্ত্র রকেটের বিভিন্ন মডেল যেমন- বি এস এল ভি, জি এস এল ভি, ক্রয়োজনিক্স ইঞ্জিন, কী করে রকেট উৎক্ষেপণ করা হয়, মহাকাশে গিয়ে কী করে উপগ্রহ তথ্য, ছবি, আবহাওয়ার পূর্বাভাস, টেলিযোগাযোগসহ অন্য কাজ-কর্ম পরিচালিত হয় তার বিবরণ ছাত্র-ছাত্রীদের সামনে মডেল ও অভিজ্ঞ বিজ্ঞানীদের দ্বারা বর্ণনা করা হচ্ছে। মূলত ছাত্র-ছাত্রীদের মহাকাশ গবেষণা সম্পর্কে আরও স্পষ্ট ও স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য এ গাড়িটি এখানে নিয়ে আসা হয়েছে।

 

এ গাড়িটি উত্তর-পূর্ব ভারতের প্রতিটি রাজ্যের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ছাত্র-ছাত্রীদের ইসরোর কাজের ধরণা দেয় বলেও জানান তিনি।  

.শীতাতপ নিয়ন্ত্রিত এ গাড়িটির মধ্যে রয়েছে রকেটের মডেল, বিভিন্ন স্যাটেলাইটের মডেল, কী করে এগুলো কক্ষপথে প্রক্ষেপিত হয়।  

বিজ্ঞান মেলার শেষ দিনে ইসরোর এ বিশেষ গাড়িটি দেখতে ছাত্র-ছাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়।  লাইন ধরে দাঁড়িয়ে গাড়িটি দেখছে ছাত্র-ছাত্রীরা।

গাড়িটি দেখে বেরিয়ে আসার সময় ছাত্র-ছাত্রীরা বাংলানিউজকে নিজেদের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এতোদিন আমরা বইতে মহাকাশ সম্পর্কিত বিষয়গুলো পড়েছি। কিন্তু এখানে রকেটসহ উপগ্রহের হুবহু মডেল দেখে খুব সহজেই বিষয়গুলো জানতে পেরেছি। শুধু ছাত্র-ছাত্রী নয়, শিক্ষক-শিক্ষিকারা এ যানটি দেখতে এসেছেন, তারাও দেখে খুব উৎসাহিত।  

শিক্ষিকা সুদীপ্তা কর বলেন, এখানে যা প্রদর্শন করা হয়েছে তা শুধু ছাত্র-ছাত্রীদের জ্ঞান ভাণ্ডারই নয়, শিক্ষক-শিক্ষিকাদের জ্ঞান ভাণ্ডারও সমৃদ্ধ করছে। যা ছাত্র-ছাত্রীদের পড়ানোর কাজে আরও অনেক বেশি সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।