ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নানা আয়োজনে ত্রিপুরায় স্বামীজির জন্মদিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
নানা আয়োজনে ত্রিপুরায় স্বামীজির জন্মদিন উদযাপন

আগরতলা: ত্রিপুরা রাজ্যেসহ সারা ভারতে উদযাপন হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মদিন। দিনটিকে ভারতের ‘জাতীয় যুব দিবস’ হিসেবে উদযাপন করা হয়।

রোববার (১২ জানুয়ারি) সকালে আগরতলার আস্তাবল ময়দান স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার পশ্চিম আসনের এমপি প্রতিমা ভৌমিক। এসময় তার সঙ্গে ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরাও ফুল দিয়ে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নানা কর্মসূচির মধ্যদিয়ে রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজসহ বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দিনটি উদযাপিত হচ্ছে।

এদিন আগরতলা অরুন্ধতী নগর স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য প্রতিমা ভৌমিক উপস্থিত ছিলেন। এছাড়া আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।