ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় উদযাপিত হলো নেতাজির জন্মদিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
আগরতলায় উদযাপিত হলো নেতাজির জন্মদিবস

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে উদযাপিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৪তম জন্মদিবস।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আগরতলায় প্রাদেশিক কংগ্রেস কার্যালয়ে নেতাজির জন্মদিবসের আয়োজনে ভারতের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর নেতাজির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সবাই।

এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তাপস দে, দলের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক, প্রদেশ মহিলা কংগ্রেসের সহ-সভানেত্রী নিবেদিতা রায়, সদর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী অর্চনা করসহ কংগ্রেস ও এনএসইউআই’র নেতাকর্মীরা।

জন্মদিবসের আয়োজনে কংগ্রেস নেতাকর্মীরা পথচলতি সাধারণ মানুষকে নেতাজির ছবি সম্বলিত ব্যাজ পরিয়ে দেন। দলটির নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের মধ্যে নেতাজির চিন্তাধারাকে আরও বেশি জাগ্রত করতেই তাদের এ আয়োজন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এসসিএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।