ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় এয়ার কার্গোতে এলো মেডিক্যাল সামগ্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
আগরতলায় এয়ার কার্গোতে এলো মেডিক্যাল সামগ্রী কার্গো থেকে নামানো হচ্ছে মেডিক্যাল সামগ্রী। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলায় এয়ার কার্গোতে করে আনা হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধী মেডিক্যাল সামগ্রী।

রোববার (২৯ মার্চ) দিনগত রাত স্থানীয় সময় ৯টা নাগাদ ভারত সরকার নিয়ন্ত্রণাধীন এয়ার ইন্ডিয়া সংস্থার কার্গো উড়োজাহাজে করে এই সামগ্রীগুলো আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিমানবন্দরের টার্মিনাল ম্যানেজার এসএইচ জাম্পু।

তিনি বলেন, এইদিন উড়োজাহাজে করে ৩০৯টি প্যাকেটে করে ২ হাজার ৩৪৩ কেজি ওজনের সামগ্রী আগরতলায় এসে পৌঁছেছে। এরমধ্যে সবকিছুই মেডিক্যাল সামগ্রী।

করোনা ভাইরাসের কারণে ভারতজুড়ে এখন চলছে লকডাউন। তাই দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ও বন্ধ রয়েছে সাময়িক সময়ের জন্য। সড়কপথ, ট্রেন এবং যাত্রী বিমান পরিষেবা স্তব্ধ করে দেওয়া হয়েছে।

তাই এয়ার কার্গোতে করে জরুরি মেডিকেল সামগ্রী আনা হচ্ছে। এই নিয়ে এইদিন দ্বিতীয় দফায় এয়ার কার্গোতে করে মেডিক্যাল সামগ্রী এসেছে। লকডাউন এরপর আরো একদিন এয়ার কার্গোতে করে ওই সামগ্রী এসেছিল।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।