ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় এলো করোনার নমুনা সংগ্রহকারী মোবাইল ভ্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
আগরতলায় এলো করোনার নমুনা সংগ্রহকারী মোবাইল ভ্যান করোনার নমুনা সংগ্রহকারী মোবাইল ভ্যান। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা পশ্চিম জেলায় সোমবার (২৭এপ্রিল) থেকে করোনা ভাইরাসের মোবাইল স্যাম্পল কালেকশন ভ্যান চালু করা হয়েছে।

এই দিন ত্রিপুরার আগরতলার খেজুর বাগান এলাকা অবস্থিত গীতাঞ্জলি গেস্ট হাউসে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে থাকা পাঁচজন স্বাস্থ্যকর্মীর শরীরের স্যাম্পল কালেকশন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিক ড. সঙ্গীতা চক্রবর্তী।

তিনি জানান, আগরতলা পৌরনিগম পশ্চিম জেলা স্বাস্থ্য অধিকর্তা অফিসকে এই মোবাইল ভ্যানটি কিনে দিয়েছে। এই ভ্যানটি আসার ফলে খুব সহজেই যাদের শরীরে করোনার লক্ষণ রয়েছে তাদের কাছে পৌঁছে গিয়ে নমুনা সংগ্রহ করা সম্ভব হবে।

তিনি আরো জানান, এখন থেকে যদি কারো ইনফ্লুয়েঞ্জার মত লক্ষণ দেখা যায় তাদেরও করোনা পরীক্ষা করা হবে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।