ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

করোনার নমুনা পরীক্ষায় ত্রিপুরায় আসছে আরও একটি ল্যাব মেশিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ১, ২০২০
করোনার নমুনা পরীক্ষায় ত্রিপুরায় আসছে আরও একটি ল্যাব মেশিন

আগরতলা (ত্রিপুরা): ভারতজুড়ে চলছে করোনার প্রকোপ। একই অবস্থা ত্রিপুরা রাজ্যেও। এখানেও দিন দিন বেড়ে চলেছে ভাইরাসের সংক্রমণ। সার্বিক পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। এরই অংশ হিসেবে দ্রুততম সময়ে অধিক সংখ্যক মানুষের করোনার নমুনা পরীক্ষা করতে শিগগিরই নতুন আরও একটি মাইক্রোবায়োলজি ল্যাব মেশিন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শুক্রবার (১ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ তথ্য জানিয়েছেন।  

টুইটবার্তায় মুখ্যমন্ত্রী আরও জানান, এই মুহূর্তে রাজ্যে ৯ হাজার ৯০ পিপিই-কিট মজুদ রয়েছে, আইসোলেশন বেড রয়েছে ১২৬টি।

 

ত্রিপুরায় এখন পর্যন্ত ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে উঠেছেন তারা। সরকারি হিসেবে বর্তমানে এ রাজ্যে আর কোনো রোগী নেই। তবে আগামীতে কোনোভাবে যেন রাজ্যে করোনা সংক্রমণ না ঘটে তা নিশ্চিতে প্রশাসনের দিক থেকে খুব কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ০১ মে, ২০২০
এসসিএন/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।