ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

জুলাইতে বাংলাদেশ-ত্রিপুরা নৌ পরিবহন শুরু হবে: বিপ্লব কুমার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০২০
জুলাইতে বাংলাদেশ-ত্রিপুরা নৌ পরিবহন শুরু হবে: বিপ্লব কুমার

আগরতলা (ত্রিপুরা): জুলাই মাসের মধ্যে বাংলাদেশ থেকে সরাসরি ভারতের ত্রিপুরায় জাহাজ চলাচল করবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 

বৃহস্পতিবার (২৫ জুন) রাজ্যের সিপাহীজলা জেলার অন্তর্গত জাম্পুইজলা এলাকায় নবনির্মিত একটি সরকারি অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান ভারত ও বাংলাদেশ সরকারের, বিশেষ করে উভয় দেশের প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ-পরিবহনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গোমতী নদী দিয়ে সরাসরি বাংলাদেশের দাউদকান্দি হয়ে ছোট ছোট জাহাজ ও নৌকা চলাচল করবে। এই নৌপরিবহন যাতে খুব দ্রুত চালু করা যায় এ জন্য সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর এলাকায় গোমতী নদীতে অস্থায়ী জেটি নির্মাণের কাজ চলছে।  

‘আগামী ১৫ দিনের মধ্যে ভাসমান এই অস্থায়ী জেটির নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এরপর জেটি থেকে মূল রাস্তা পর্যন্ত সংযোগকারী রাস্তা ও আনুষঙ্গিক আর কিছু নির্মাণ কাজ শেষ হলেই সরাসরি নৌ পরিবহন শুরু হয়ে যাবে। এর জন্য খুব দ্রুত গতিতে সব কাজ এগিয়ে চলছে। জুলাই মাসের মধ্যে বাংলাদেশ থেকে সরাসরি ত্রিপুরা রাজ্যে জাহাজ চলাচল করবে বলে আশা করছি। ’ 

বাংলাদেশ-ত্রিপুরার মধ্যে নৌ-পরিবহন শুরু হলে পণ্য আমদানি করার জন্য ত্রিপুরাকে আর পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের দিকে তাকিয়ে থাকতে হবে না। ইতোমধ্যেই বারানসি থেকে ত্রিপুরা পর্যন্ত প্রটোকল রোডের চুক্তি হয়ে গেছে। বাংলাদেশের মধ্য দিয়ে নৌ পরিবহন শুরু হলে ভারতের মূল ভূখণ্ড থেকে পণ্য বোঝাই জাহাজ সরাসরি ত্রিপুরা এসে পৌঁছাতে পারবে। এতে করে ত্রিপুরার মানুষ অপেক্ষাকৃত কম দামে নির্মাণ সামগ্রীসহ অন্যান্য পণ্য কিনতে পারবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এসসিএন/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।