ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ৫ হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
ত্রিপুরায় ৫ হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা ছবি: প্রতীকী

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরারাজ্যে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৪৫ জন।  

ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন করোনা কেয়ার সেন্টার থেকে তিন হাজার ৭৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বুধবার (৫ আগস্ট) সুস্থ হয়ে বিভিন্ন করোনা কেয়ার সেন্টার থেকে ছাড়া পেয়েছেন ৬৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৮০১ জন। এখন পর্যন্ত ত্রিপুরারাজ্যে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের তরফে জারি করা মেডিক্যাল বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।  

এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পরিবারের যে দু’জন সদস্য করোনা পজিটিভ পাওয়া গেছে তাদের চিকিৎসা চলছে। তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। মুখ্যমন্ত্রীর করোনা ভাইরাস পজিটিভ ধরা না পড়লেও তিনি বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।