ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

‘প্রাণিসম্পদ বিকাশ দপ্তর মানুষের আর্থিক কল্যাণে কাজ করছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
‘প্রাণিসম্পদ বিকাশ দপ্তর মানুষের আর্থিক কল্যাণে কাজ করছে’ ...

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পার্শ্ববর্তী গান্ধীগ্রাম এলাকায় অবস্থিত রাজ্য পোল্ট্রিফার্মের উদ্যোগে শুক্রবার (১৮ অক্টোবর) স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা।

মন্ত্রী ফার্মের অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে সেখানে কর্মরত কর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেন। তারপর দুটি ফলের গাছ লাগান। এসময় তিনি নিজ হাতে ঝাড়ু নিয়ে কর্মীদের সঙ্গে ফার্ম চত্বর পরিষ্কার করেন। সব শেষে ফার্মের বিভিন্ন শেড ঘুরে দেখেন।

এসময় মন্ত্রী শান্তনা চাকমা বলেন, ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর চাইছে সাধারণ মানুষদের জন্য আরও বেশি করে কাজ করতে। বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলা।

ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীনে পরিচালিত গান্ধীগ্রামের পোল্ট্রি ফার্মটি ত্রিপুরা রাজ্যের সব চেয়ে বড় খামার।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।