ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আগরতলায় মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আগরতলায় মিছিল বিক্ষোভ মিছিল/ ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারতের জাতীয় সংসদে আনা কৃষি বিল বাতিলের দাবিতে কংগ্রেসের পর এবার সরব হলো বিরোধী সি পি আই (এম) দল এবং তাদের শাখা সংগঠনগুলো।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কৃষি বিল বাতিলের দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করলো সিপিআই(এম) দল এবং বামফ্রন্ট সমর্থীত একাধিক শাখা সংগঠন।

এদিন রাজধানী আগরতলার মেলারমাঠ এলাকার ছাত্র যুব ভবনের সামনে সিপিআই(এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির নেতা, কৃষক, যুবক, ছাত্র, নারীসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ কর্মসূচি ও মিছিলের আয়োজন করেন।

তারা মিছিল নিয়ে বের হলে পুলিশ তাদের প্রতিরোধের চেষ্টা করে। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিন মিছিলের নেতৃত্ব দেন সি পি আই (এম) দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর ও সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস।

এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বাদল চৌধুরী, সাবেক মন্ত্রী রতন ভৌমিক, সাবেক মানিক দে, বামফ্রন্ট সমর্থিত যুব সংগঠন ডি ওয়াই এফ আইর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব, ছাত্র সংগঠন এস এফ আইর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব, মন্দাক্রান্তা নাথ চৌধুরীসহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।