ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় গ্রিন জার্নালিস্ট সম্মাননা দিল বনদপ্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
ত্রিপুরায় গ্রিন জার্নালিস্ট সম্মাননা দিল বনদপ্তর অতিথিদের হাত থেকে সম্মাননা গ্রহণ করছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সুদীপ চন্দ্র নাথ

আগরতলা (ত্রিপুরা): বৃহস্পতিবার (৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে বন্যপ্রাণী সপ্তাহ-২০২০। আগরতলার হেরিটেজ পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের বনদপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বনদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বি কে সাহু, পি সি সি এফ রামেশ্বর দাস, সি ডব্লিউ এল ডব্লিউ ডি কে শর্মা প্রমুখ।

অনুষ্ঠানে প্রথমবারের মতো গ্রিন জার্নালিস্ট সম্মাননা দেওয়া হয় বাংলানিউজের ত্রিপুরা করেসপন্ডেন্ট সুদীপ চন্দ্র নাথকে। এছাড়া স্থানীয় একটি প্রভাতী দৈনিক পত্রিকাকে গ্রিন নিউজপেপার সম্মাননা দেওয়া হয়। বনমন্ত্রীসহ উপস্থিত অন্য অতিথিরা এ সম্মাননা দেন।

মেবার কুমার জমাতিয়া বলেন, পরিবেশ রক্ষা, মানুষের মধ্যে প্রকৃতি ও পরিবেশের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে বড় ভূমিকা পালন করছে সংবাদমাধ্যম। তাই তাদের দায়িত্বকে সম্মান জানানোর উদ্দেশে এ বছর থেকে সংবাদমাধ্যম ও সাংবাদিককে এ সম্মাননা দেওয়া শুরু হয়েছে।  

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারণে সরকার ছোট পরিসরে অনুষ্ঠানটি সম্পন্ন করেছে। তবে করোনা মহামারির মধ্যেও বনদপ্তর বন, প্রকৃতি ও পরিবেশ রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে।

ত্রিপুরায় ‘গ্রিন জার্নালিস্ট’ স্বীকৃতি পেলেন বাংলানিউজের সুদীপ নাথ
ত্রিপুরায় আনারস চাষের ক্লাইমেট রিজিলিয়েন্ট পদ্ধতি উদ্ভাবন
ত্রিপুরায় দুই যুবকের পুকুরে মুক্তা চাষ
ক্যানসার প্রতিরোধক ‘ননী ফলের’ বাণিজ্যিক চাষ সম্ভব
* ত্রিপুরায় বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষের আগ্রহ
বায়োফ্লক পদ্ধতিতে ত্রিপুরায় মাছ চাষের আগ্রহ বাড়ছে
'মেইক ইন ত্রিপুরা প্রকল্পে বাঁশকে গুরুত্ব দেওয়া হচ্ছে'
ভুট্টাকে দ্বিতীয় প্রধান ফসল হিসেবে তুলে আনার পরিকল্পনা

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।