ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

কনকনে ঠাণ্ডায় কাঁপছে গোটা ত্রিপুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
কনকনে ঠাণ্ডায় কাঁপছে গোটা ত্রিপুরা

আগরতলা, (ত্রিপুরা): মাঘ মাসের তীব্র শীতে কাঁপছে গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ। উত্তরে কনকনে হাওয়া এই অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ।

 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং ১০ ডিগ্রি সেলসিয়াস।  
পূর্বভাসে আরও বলা হয়েছে, এমন শৈত্য প্রবাহ এবং ঠাণ্ডা আরও কিছুদিন চলবে।  স্থানীয় সময় দুপুর ১২টার প্রথম সূর্য্যের দেখা পাওয়া গেলেও ঠাণ্ডার অনুভূতি কমেনি একটুও।

এদিকে সকাল-সন্ধ্যা কুয়াশায় ঢাকা পড়ে আগরতলাসহ সারা রাজ্য। খুব জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঠাণ্ডার কারণে ঘর থেকে বের হচ্ছেন না।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।