আগরতলা (ত্রিপুরা): নতুন জাতের পেঁপে উদ্ভাবন করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের (আইসিএআর) ত্রিপুরা সেন্টার।
যা উচ্চ ফলনশীল এবং পেঁপের আকারে অনেক বড় হয়ে থাকে।
তিনি জানান, এই জাতের পেঁপের মূল বৈশিষ্ট্য হচ্ছে খুব বেশি পরিমানে ধরে এবং আকারেও অনেক বড় হয়। যেহেতু নতুন এই জাতের পেঁপেটি রাজ্যের মাটি ও আবহাওয়াতে উদ্ভাবন করা হয়েছে। তাই খুব দ্রুত বেড়ে উঠবে। অল্প কিছুদিনের মধ্যে গাছে ফলও ধরবে।


ইতোমধ্যে আইসিএআরের কাছে নতুন এই জাতের পেঁপে গাছের চারার জন্য অনেকেই অর্ডার দিয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসসিএন/এএটি