ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় কোনো বাংলাদেশি থাকলে হাইকমিশনে যোগাযোগের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
ত্রিপুরায় কোনো বাংলাদেশি থাকলে হাইকমিশনে যোগাযোগের আহ্বান

আগরতলা (ত্রিপুরা): দুই সপ্তাহের জন্য বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সোমবার (২৬ এপ্রিল) থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

ত্রিপুরায় যদি কোনো বাংলাদেশি এই সময়ে আটকে থাকেন এবং তারা যদি দেশে ফেরত যাওয়ার শর্তের মধ্যে পড়েন তাহলে আগরতলার সহকারী হাইকমিশনে যোগাযোগ করতে পারবেন।

বাংলাদেশের নাগরিক যারা চিকিৎসার জন্য ভারতে এসেছেন এবং যাদের ভিসার মেয়াদ এর মধ্যে শেষ হয়ে যাবে তারা দিল্লির বাংলাদেশ হাইকমিশন, কলকাতার ডেপুটি হাইকমিশন অথবা আগরতলার সহকারী হাইকমিশনে যোগাযোগ করলে বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফিরে যেতে পারবেন।  

ত্রিপুরা রাজ্যে এমন কেউ থাকলে তাদের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

তবে তাদের আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ হতে হবে এবং বাংলাদেশে পৌঁছে ১৪ দিনের কোয়ারিন্টিনে থাকতে হবে নিজ খরচে।

সোমবার (২৬ এপ্রিল) বাংলানিউজকে একথা জানান আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসাইন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।