ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

করোনার সংক্রমণ রোধে আগরতলায় কারফিউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মে ১৭, ২০২১
করোনার সংক্রমণ রোধে আগরতলায় কারফিউ ছবি: বাংলানিউজ

আগরতলা: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ত্রিপুরার রাজধানী আগরতলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার।

সোমবার (১৭ মে) স্থানীয় সময় সকাল ৫টা থেকে কারফিউ জারি করা হয়।

২৬ মে পর্যন্ত থাকবে কারফিউ। পাশাপাশি আগরতলা পুর নিগমের ৫, ২১ এবং ৪৬ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি হওয়ায় এই তিনটি ওয়ার্ডকে কন্টেইনমেন্ট জোন হিসেবে পশ্চিম জেলা প্রশাসনের তরফে ঘোষলা করা হয়েছে।

কন্টেইনমেন্ট জোনের নিয়ম অনুসারে এই সব এলাকার মানুষ বাড়ি থেকে বের হতে পারবেন না এবং বাইরের লোকও এই সব এলাকায় প্রবেশ করতে পারবেন না। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে।

যেহেতু কন্টেইনমেন্ট এলাকার মানুষ এই সময় বাড়ি থেকে কাজের জন্য বের হতে পারবেন না তাই প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অবস্থা অনুসারে চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

আগরতলার পাশাপাশি উত্তর জেলার পানিসাগর নগর পঞ্চায়েত এবং ঊনকোটি জেলার কৈলাসহর পুর পরিষদের কিছু কিছু এলাকায় কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মে ১৭, ২০২১
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।