ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় চলছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
আগরতলায় চলছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি আগরতলায় চলছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি

আগরতলা (ত্রিপুরা): প্রতি বছরের ন্যায় এবারও ১৫ আগস্ট সারা ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে উদযাপিত হবে স্বাধীনতা দিবস। সেজন্য আগরতলায় চলছে ব্যাপক প্রস্তুতি।

ত্রিপুরার মূল অনুষ্ঠানটি হবে রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে।

এখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এরপর অনুষ্ঠিত হবে প্যারেড।

এ বছর প্যারেডে সামরিক ও বেসামরিক বাহিনী মিলে মোট দশটি প্লাটুন এবং চারটি ব্যান্ড অংশ নেবে। অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্রতিদিন প্লাটুনগুলো কঠোর অনুশীলন করছে।

একদিকে যেমন বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে অনুশীলন করছেন অন্যদিকে মাঠে অতিথিদের বসার জন্য অস্থায়ী শেড তৈরি করা হচ্ছে।

আসাম রাইফেলস মাঠের নিরাপত্তা আরও কঠোর করা হচ্ছে। কারণ ক’দিন আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কনভয়ের মধ্যে হঠাৎ করে বেপরোয়াভাবে গাড়ি ঢুকে পড়ে এবং অল্পের জন্য রক্ষা পান মুখ্যমন্ত্রী।
এছাড়া কয়েকদিন আগে দোলা জেলায় জঙ্গি বাহিনীর সদস্যরা গুলি করে দুই বিএসএফ জওয়ানকে হত্যা করেছেন। তাই সবদিক বিবেচনা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসসিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।