আগরতলা, (ত্রিপুরা): আন্তর্জাতিক কারাত প্রতিযোগিতা আবারও সাফল্য পেয়েছে ত্রিপুরার খুদে খেলোয়াড় বিপ্রজিত দাস।
গত ২৫ এবং ২৬ ডিসেম্বর ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর শহরে অনুষ্ঠিত হয় চতুর্থ সুট কান আন্তর্জাতিক কারাত চ্যাম্পিয়ন শিপ।
এ প্রতিযোগিতায় সমগ্র উত্তর-পূর্বাঞ্চল থেকে প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিল আগরতলা বিপ্রজিত দাস। অনূর্ধ্ব আট বছর বিভাগে সে একটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ পদক দখল করেছে।

এর আগেও সে ২০২০ সালে মুম্বাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আসরে একটি স্বর্ণপদক জিতে ছিল।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসসিএন/এএটি