ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

পৌনে দুই কোটি রুপির গাঁজা জব্দ করলো ত্রিপুরা পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
পৌনে দুই কোটি রুপির গাঁজা জব্দ করলো ত্রিপুরা পুলিশ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার খোয়াই জেলার শরৎ চৌধুরীপাড়া থেকে এক হাজার ৭৩০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে ওই এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।

খোয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সংবাদ সম্মেলনে জানান, সকালে জেলার বাইজালবাড়ি থানা পুলিশ শরৎ চৌধুরীপাড়ায় একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকে বাঁশের চারা নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৭৩টি গাঁজার প্যাকেট জব্দ করা হয়। এসব প্যাকেটে মোট ১ হাজার ৭৩০ কেজি গাঁজা ছিল।  

তিনি জানান, এ ঘটনায় ট্রাকের চালক জাভেদ শেখ ও সহকারী ইসমাইল জামালকে আটক করা হয়েছে। ওই ট্রাকটি আগরতলা থেকে মহারাষ্ট্রে যাচ্ছিল। জব্দ করা গাঁজার অনুমানিক বাজার মূল্য এক কোটি ৭৩ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।