ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নারী দিবস উপলক্ষে ত্রিপুরায় র‌্যালি অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
নারী দিবস উপলক্ষে ত্রিপুরায় র‌্যালি অনুষ্ঠিত

আগরতলা,(ত্রিপুরা): আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।  

মঙ্গলবার (৮ মার্চ) রাজধানী আগরতলার মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক র‌্যালি আয়োজন এর মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

 

র‌্যালিতে অংশ নিয়েছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দ্রনসহ অন্যান্য কর্মকর্তারা।

এদিনের এই র‌্যালিতে রাজধানীর বিভিন্ন স্কুলের ৫ শতাধিক ছাত্রী অংশ নিয়েছিল পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত নারীরাও অংশ নেন।

চাঁদনী চন্দ্রন বলেন, সমাজে নারীদের জন্য এখনো বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এই প্রতিবন্ধকতা ভেঙে নারীরা যাতে এগিয়ে যেতে পারে এই আহ্বানকে সামনে রেখে দিনের এই র‌্যালির আয়োজন করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি ও আয়োজন করা হবে বলে জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।