ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

কে হচ্ছেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মে ১৪, ২০২২
কে হচ্ছেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী? ছবিতে বাঁ থেকে প্রতিমা ভৌমিক, বিপ্লব কুমার দেব ও যিষ্ণু দেব বর্মন।

আগরতলা (ত্রিপুরা): বিপ্লব কুমার দেব পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই ত্রিপুরায় পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন- তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

শনিবার (১৪ মে) স্থানীয় সময় বিকেল ৫টায় আগরতলার শিশুবিহার এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে পরবর্তী মুখ নির্ধারণে বৈঠকে বসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

এতে অংশ নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দর যাদব, বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ কাউড়ে, পর্যবেক্ষক বিনোদ সোনকর, অজয় জাম্বুয়াল, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি ডা. মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং বিপ্লব কুমার দেব।

জানা গেছে, পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দুজন। এর মধ্যে উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেব বর্মন এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে বেছে নিতে পারে বিজেপি।

এর আগে শনিবার দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপাল সত্যদেও আর্য নারায়ণের কাছে পদত্যাগপত্র জমা দেন বিপ্লব কুমার।

২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব কুমার। তবে মেয়াদ শেষের ১০ মাস আগেই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে পদত্যাগ করলেন তিনি।

আরও পড়ুন: ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন বিপ্লব কুমার

বাংলাদেশ সময় : ১৮৩৯ ঘণ্টা, মে ১৪, ২০২২
এসএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।