ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি রাজীব ভট্টাচার্য 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি রাজীব ভট্টাচার্য  রাজীব ভট্টাচার্য

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি হিসেবে রাজীব ভট্টাচার্যকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) মনোনীত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তিনি এতদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

রাজীব ভট্টাচার্য দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শুভনুধ্যায়ীদের শুভেচ্ছার বন্যায় ভাসেন তিনি। দলের পক্ষে তাকে সভাপতি হিসেবে মনোনীত করায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ অন্যান্য নেতারা তাকে স্বাগত জানিয়েছেন।

সভাপতির দায়িত্ব পাওয়া রাজীব ভট্টাচার্য ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তার আগে বর্তমান ডা. মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জল্পনা শুরু হয় কে হবেন পরবর্তী সভাপতি। দীর্ঘ তিন মাসের বেশি সময় পর অবশেষে কেন্দ্রীয় নেতৃত্ব সভাপতির নাম ঘোষণা করল।  

বাংলাদেশ: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসসিএন/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।