ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

নতুন ভবনে রিয়াদ দূতাবাস, এমআরপি কার্যক্রম সাময়িক বন্ধ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
নতুন ভবনে রিয়াদ দূতাবাস, এমআরপি কার্যক্রম সাময়িক বন্ধ ছবি: সংগৃহীত

রিয়াদ: নতুন ভবনে সরিয়ে নেওয়া হয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সকল কার্যক্রম। ঈদের ছুটির মধ্যেই ফাইলপত্র সহ সকল কিছু নতুন ভবনে স্থানান্তর করে রোববার থেকে নতুন ভবনে কার্যক্রম শুরু হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছে দূতাবাসের একটি সূত্র।



নাম প্রকাশে অনিচ্ছুক দূতাবাসের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর আবেদন গ্রহণের সার্ভারসহ আনুষঙ্গিক সরঞ্জাম স্থানান্তরের জন্য আগামী ১০আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে এমআরপির কার্যক্রম।

তিনি আরও জানান, মঙ্গলবার থেকে অস্থায়ী নতুন ভবনে এমআরপি সংশ্লিষ্ট কাজ ছাড়া সকল ধরনের কার্যক্রম শুরু হবে।

নতুন ভবনটি বর্তমান ভবন থেকে ৫/৬কিলোমিটার দূরে। ঠিকানা: আস শেখ হোসাইন বিন হাসান স্ট্রিট, আল ওয়াহা কোয়ার্টার, বিল্ডিং নম্বর ৪৪ (প্রিন্স সুলতান ইউনিভার্সিটির নিকটে) ।

এর আগে গত ১১জুন দূতাবাস নতুন ভবনে স্থানান্তরের কথা বাংলানিউজকে জানিয়েছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলাম।

এ সময় তিনি আরও জানান, নতুন ভবনে ১৫শ’ লোকের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বসার জায়গা তৈরি করা হয়েছে। পুরাতন ভবনে যেখানে পাসপোর্টের আবেদন নেওয়ার চারটি কাউন্টার ছিলো সেখানে নতুন ভবনে ১২টি কাউন্টার থাকবে।

নতুন ভবনে দূতাবাস স্থানান্তরের ফলে সেবা নিতে আসা প্রবাসীদের বসার স্থানের সংকট দূর হবে। একই সঙ্গে আগের চেয়ে অনেক বেশি সেবা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে স্থায়ীভাবে বাংলাদেশ দূতাবাস স্থানান্তরের চেষ্টা চলছে।

**নতুন ভবনে স্থানান্তর হচ্ছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ