ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

রিয়াদ দূতাবাসে বর্ষবরণ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
রিয়াদ দূতাবাসে বর্ষবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: রিয়াদে বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে বর্ষবরণ-১৪২২ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রিয়াদের বাংলাদেশ হাউজে এ উপলক্ষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।



দূতাবাস কার্যালয় প্রধান কাউন্সিলর মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে রিয়াদের খুদে শিল্পীরা পরিবেশন করেন একক ও দলীয় নৃত্য। এরপর একে একে চলে ভাওয়াইয়া, ভাটিয়ালিসহ বাংলার ঐতিহ্যবাহী বেশ কিছু মনকাড়া দেশিয় সংগীত।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। আগত অতিথিদের মধ্যে বিতরণ করা কুপন। আর তা দিয়ে অনুষ্ঠিত হয় এই র‌্যাফেল ড্র। এতে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত গোলাম মসিহ।

এরপর পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী ইলিশ আর ভাতের সঙ্গে ভর্তা দিয়ে নৈশভোজের মাধ্যমে সমাপ্তি ঘটে বর্ষবরণের এ উত্সবের।

অনুষ্ঠানে দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবার,  বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ