ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

সৌদি বাদশার কাছে পরিচয়পত্র দিলেন রাষ্ট্রদূত গোলাম মসিহ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
সৌদি বাদশার কাছে পরিচয়পত্র দিলেন রাষ্ট্রদূত গোলাম মসিহ

রিয়াদ: সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের কাছে পরিচয়পত্র পেশ করছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

বুধবার (২২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে রিয়াদের রাজকীয় ইয়ামামা প্যালেসে গোলাম মসিহ পরিচয়পত্র পেশ করেন।



বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন রিয়াদ দূতাবাসের কাউন্সিলর মোশাররফ হোসাইন।

তিনি বলেন, এদিন সকাল ১০টার দিকে সৌদি আরবে নিযুক্ত ২৩টি দেশের রাষ্ট্রদূতকে একই উদ্দেশ্যে রিয়াদের রাজকীয় কনফারেন্স প্যালেসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুপুর ১২টার দিকে মোটর শোভাযাত্রা সহকারে তাদের নিয়ে যাওয়া রাজকীয় ইয়ামামা প্যালেসে। এ সময় রাষ্ট্রদূতদের গার্ড অর্নার প্রদান করা হয়।

দুপুর ১টা ৩০মিনিটের দিকে ২৩টি দেশের রাষ্ট্রদ‍ূত সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের কাছে একে একে তাদের পরিচয় পত্র পেশ করেন।
 
পরিচয়পত্র পেশ শেষে ২৩জন রাষ্ট্রদূতের পক্ষ থেকে জৈষ্ঠ্যতার ভিত্তিতে ডেনমার্কের রাষ্টদূত সৌদি বাদশাকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূতরা হলেন, গোলাম মসিহ (বাংলাদেশ), ফারিস মাডসেন (ডেনমার্ক), শেখ আব্দুল্লাহ বিন থামের আল থানি (কাতার) আব্দুল লতিফ জুমাবায়েভ (কিরগিস্তান), ইয়ারজি স্লাভিক (চেক রিপাবলিক), গ্রাট ক্রিল (বেলজিয়াম), রোলফ উইলি হানসেন (নরওয়ে), জানিগাভা (জর্জিয়া), জুসেফ এনথনি (আয়ারল্যান্ড), হেনরিক ছেলেনবার্গ (সুইজারল্যান্ড), ফেরেন্স সিলাগ( হাংগেরি), হাজী সায়েদ সিনারী (ঘানা), সারজুভ আযামশাহ (তাজিকিস্তান), লতিফ বিন কায়েদ ( তিউনিশিয়া), ভাদিম ভাখরুশে (ইউকেইন), মানযুর আল হক (পাকিস্তান), সামি চিবা (আল বানিয়া), সিমন কলিস( যুক্তরাষ্ট্র), তাতিয়ানা মিসখুভা (স্লোভেনিয়া), রহমান গবোচেনকো (বেলারোস), ড. রালফ কিং (অস্ট্রেলিয়া) এবং নরিহিরো ওকুডা (জাপান)।

এ সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুকরিন বিন আব্দুল আজিজ আল সৌদ, ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ,  প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি থেকে গোলাম মসিহ রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে পেশাদার আমলা শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন গোলাম মসিহ। সরকার সম্প্রতি শহীদুল ইসলামকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলে পদটি শূন্য হয়।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাও পৌরসভার খাগুটিয়া গ্রামের আব্দুল আওয়ালের পুত্র গোলাম মসিহ ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত লন্ডনে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির আইন বিভাগে চাকরি করেন তিনি।

এছাড়া যুক্তরাজ্যে গ্যাস, ফ্রান্সের টোটাল অয়েল, হংকং টেলিকম, যুক্তরাষ্ট্রের জেনারেল এটমিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবেও কাজ করেন তিনি।   তিনি ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির আইন বিভাগেও কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ