ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

রাজন হত্যাকাণ্ড

দ্রুত বিচারের দাবিতে রিয়াদে অনলাইন অ্যাক্টিভিস্টদের সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
দ্রুত বিচারের দাবিতে রিয়াদে অনলাইন অ্যাক্টিভিস্টদের সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: শিশু সামিউল আলম রাজনের হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে সভা করেছেন সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
 
সোমবার (১৩ জুলাই) দিনগত রাতে রিয়াদের হারা এলাকার একটি হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


 
প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহন এবং সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমীন।
 
এ সভায় বক্তব্য রাখেন- সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্যাডোর প্রধান উপদেষ্টা আবুল খায়ের, উপদেষ্টা নাজিম উদ্দিন, আরিফুর রহমান কুদ্দুস, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের দফতর সম্পাদক মামুনুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম অপুর্ব, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেন, সহ অর্থ সম্পাদক সোহেল আলম, সহ তথ্য বিষয়ক সম্পাদক ওয়াসিম আকরাম ও নুর নবী প্রমুখ।
  
বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ