রিয়াদ : সৌদি আরবে আটক শিশু সামিউল আলম রাজন হত্যার অন্যতম আসামি কামরুল ইসলামকে দেশে পাঠাতে বাংলাদেশ পুলিশের চিঠি ইন্টারপোলের মাধ্যমে জেদ্দা পুলিশের কাছে পৌঁছেছে।
বুধবার (১৫ জুলাই) জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোকাম্মেল হোসেন বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কামরুল ইসলামকে দেশে ফেরত নেওয়া সংক্রান্ত ইন্টারপোলের চিঠি কনস্যুলেটের মাধ্যমে জেদ্দার পুলিশ কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।
তিনি বলেন, বুধবার কামরুল ইসলামকে স্থানীয় নাজলা থানা থেকে ব্রাইমান জেলহাজতে পাঠানো হয়েছে।
কামরুলকে দ্রুত দেশে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, ইন্টারপোলের চিঠি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি বাদশার অনুমোদনের জন্য পাঠানো হবে। সৌদি বাদশার সম্মতি পাওয়ার পর কামরুলকে দেশে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
কেএইচ
** রইলো বাকি দুই