ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে নামাজরত অবস্থায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
রিয়াদে নামাজরত অবস্থায় বাংলাদেশির মৃত্যু

রিয়াদ: সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত হারাতে নামাজ আদায় করতে গিয়ে শামীম আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

রোববার (৮ নভেম্বর) ফজরের নামাজ আদায় করতে বাসার পাশের সাফরা মসজিদে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন।



বাংলাদেশি পণ্য আমদানিকারক সমিতি রিয়াদের সভাপতি কাপতান হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজরের নামাজ আদায় করতে বাসার পাশের সাফরা মসজিদে যান শামীম। মসজিদে সুন্নত নামাজের দ্বিতীয় সিজদায় গিয়ে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অন্যান্য মুসল্লিরা এগিয়ে এলে তাকে মৃত দেখতে পান।

শামীম আহমেদ সিলেট শহরের ঝেরঝেরি এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে। তিনি হারায় একটি আকারি (রিয়েলএস্টেট) অফিসে কর্মরত ছিলেন।

পরিবারের সম্মতি পাওয়ায় আগামী ২/১দিনের মধ্যে রিয়াদে শামীম আহমেদের দাফন করা হবে বলেও জানান কাপতান হোসেন।

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ