ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

সৌদি আরব

যুবরাজ বানদার বিন ফয়সাল আর নেই

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, নভেম্বর ২৩, ২০১৫
যুবরাজ বানদার বিন ফয়সাল আর নেই ছবি : সংগৃহীত

রিয়াদ: সৌদি আরবের প্রয়াত বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদের ছেলে যুবরাজ বানদার বিন ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদ মারা গেছেন। (ইন্নালিল্লাহে...... রাজেউন)।



দেশটির রাজকীয় আদালতের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ রোববার (২২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানায়নি সংস্থাটি। যুবরাজ বানদার বিন ফয়সালের জানাজার নামাজ মঙ্গলবার রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

বানদার বিন ফয়সাল ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে মাধ্যমিক এবং বৃটিশ রয়েল এয়ারফোর্স কলেজ (RAFC) থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ