ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

পুরুষ শ্রমিক নিতে সৌদির প্রতি আহ্বান

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
পুরুষ শ্রমিক নিতে সৌদির প্রতি আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: নারী শ্রমিকের পাশাপাশি পুরুষ শ্রমিক নিতে সৌদি আরবকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি আরব।



অনেক নারী শ্রমিক আছে যারা একা একা বিদেশ আসা নিরাপদ মনে করে না। তাই নারী শ্রমিকের পাশাপাশি সৌদি আরবের প্রতিশ্রুত হাউজ ড্রাইভার এবং মালি আনা হলে অধিক সংখ্যক নারী শ্রমিক পাওয়া সম্ভব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সৌদি অর্থমন্ত্রী ইব্রাহীম বিন আব্দুল আজিজ আল আসসাফ এবং রিয়াদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে বৈঠকের পর রাতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, আমরা সৌদি আরবকে এককভাবে বিনিয়োগের প্রস্তাব দিয়েছি। আমরা বলেছি আমাদের দুই দেশের মধ্যে ৪১ বছরের সম্পর্ক অথচ একক কোনো প্রকল্প নাই। বৈঠক সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

সৌদি আরব থেকে বাংলাদেশে বাকিতে সার সরবরাহ করবে বলেও জানান অর্থমন্ত্রী। কিছুদিন আগেও সৌদি আরব বাংলাদেশ থেকে কিছুও আমদানি করতো না, এখন গ্রার্মেন্টস সহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, মিশন উপ প্রধান মো. নজরুল ইসলাম, ইকোনমিক কাউন্সিলর আবুল হাসান, শ্রম কাউন্সিলর সারওয়ার আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. সেলিম রেজা, অর্থমন্ত্রীর একান্ত সচিব জাকারিয়া হক, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব হাসান খালেদ ফয়সাল, অর্থমন্ত্রীর নির্বাহী সহকারী শাহেদ মুহিত ও এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলমসহ সৌদি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বুধবার জেদ্দায় আইডিবি প্রেসিডেন্টের সঙ্গে একটি চুক্তি সইয়ের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ